অ্যানড্রয়েড এর অপারেটিং সিস্টেম উদ্ভাবন.....



অ্যানড্রয়েড এর  অপারেটিং সিস্টেম উদ্ভাবন

ন্ড্রয়েড একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম যেটি মোডিফাইড লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বর্তমানে গুগল এটির উন্নয়ন করছে।
 গুগল এলএলসি প্রাথমিক ডেভেলপারদের (অ্যানড্রয়েড ইনকর্পোরেটকাছ থেকে অ্যানড্রয়েড কিনে নেয় ২০০৫ সালে ।গুগল এবং অন্যান্য মুক্ত হ্যান্ডসেট এল্যায়েন্সের সদস্যরা অ্যানড্রয়েডের 
ডেভেলপমেন্ট  রিলিজ নিয়ন্ত্রনকরে থাকে ।

 অ্যানড্রয়েড ওপেন সোর্স প্রজেক্টটি (এওএসপিঅ্যানড্রয়েডের রক্ষনাবেক্ষন এবং ভবিষ্যৎ উন্নয়নের কাজ করে  অ্যানড্রয়েড বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত স্মার্টফোন অপারেটিং সিস্টেম।
অ্যানড্রয়েডের অনেক ডেভেলপার রয়েছে যারা বিভিন্ন এপ্লিকেশন তৈরী করে থাকে এখন প্রায় ৩৫ লাখের উপরেঅ্যানড্রয়েড এপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরেগুগল প্লে স্টোর হলো গুগলের এপ্লিকেশন স্টোরযেটি অধিকাংশস্মার্টফোনের সাথে পূর্বপ্রদত্ত থাকে। ডেভেলপাররা প্রাথমিকভাবে জাভা দিয়ে প্রোগ্রাম লিখে,যেটা গুগল জাভালাইব্রেরি দ্বারা নিয়ন্ত্রন করা হয় ।
ওপেন হ্যান্ডসেট এল্যায়েন্সের শুরুর সাথে সাথে অ্যানড্রয়েডের বিতরণ উন্মুক্ত করা হয় ৫ই নভেম্বর ২০০৭ সালেযেখানে ৮০টি হার্ডওয়্যারসফটওয়্যার এবং টেলিকম কোম্পানি ছিল। তাদের সকলের উদ্দেশ্য ছিল মুক্ত আদর্শ মোবাইল প্লাটফর্ম তৈরী করা । গুগল অ্যানড্রয়েডের বেশিরভাগ কোড উন্মুক্ত করে দেয় এপ্যাচি এবং মুক্ত উৎসের লাইসেন্সের আওতায়।
অ্যানড্রয়েডের সফটওয়্যার জাভা এপ্লিকেশনের সমন্বয়ে গঠিতযা জাভার উপর ভিত্তি করে তৈরী করাএটি ডেলভিক ভার্চুয়াল মেশিনে (জেআইটি কম্পাইলেশন ব্যবহার করেজাভা কোর লাইব্রেরিতে চলে ।লাইব্রেরিটি প্রোগ্রামিং ভাষা সিতে লিখা যাতে আছে সারফেস ম্যানেজারওপেন কোর 
মিডিয়া ফ্রেমওর্য়াকএসকিউলিট রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমওপেনজিএল ইএস . ত্রি মাত্রার গ্রাফিক্স এপিআইওয়েবকিট লেআউট ইঞ্জিনএসজিএল গ্রাফিক্স ইঞ্জিনএসএসএল এবং বাইয়োনিক লিবক। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম (যাতে লিনাক্স কার্নেল আছেপ্রায় ১২ মিলিয়ন কোডিং লাইনের সমন্বয়ে তৈরী যাতে আছে প্রায়  মিলিয়ন এক্সএমএল লাইনপ্রায় . মিলিয়ন সি (প্রোগ্রামিং ভাষালাইন. মিলিয়ন জাভা লাইন.৭৫ মিলিয়ন সি++ লাইন।


No comments

Powered by Blogger.