Sunday, April 14, 2019

বাহুবলি ২


বাহুবলী ২.....



বাহুবলী ২ (হিন্দিबाहुबली २: द कॉन्क्लूज़नতেলুগুబాహుబలి, বাংলায়: বাহুবলী ২: সমাপ্তি) ২০১৭ সালে প্রকাশিত তেলুগু ভাষার ভারতীয় মহাকাব্যিক চলচ্চিত্র। দুই খণ্ডে সমাপ্ত এই চলচ্চিত্রটির কাহিনী রচনা ও পরিচালনা করেছেন এস. এস. রাজামৌলিএবং প্রযোজনা করেছেন শবু ইয়ারলাগাড্ডা ও প্রসাদ দেবিনেনি। চলচ্চিত্রটি একই সাথে তেলুগু এবং তামিল ভাষায় অনুবাদ করে নির্মিত হয়, সেইসাথে আনাড়ি ডাবিংকৃতভাবে মুক্তি পায় হিন্দি ও মালায়ালাম ভাষায়। বাহুবলীতে নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, এবং অন্যান্য মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রানা দজ্ঞুবাতিতামান্না ভাটিয়াঅনুষ্কা শেঠি এবং রামাইয়া কৃষ্ণন অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সত্যরাজনাসারআদিভি সেশতানিকেল্লা ভরণী ও সুদীপ।এটি বাহুবলী: দ্য বিগিনিং চলচ্চিত্রটির অনুবর্তী পর্ব।
বাহুবলী ২: দ্য কনক্লুশন ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয় ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে এবং এটি ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়।ছবিটি ২০১৭ সালের ২৮ এপ্রিল বিশ্বব্যাপী ৯,০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১৩] বাহুবলী ২ প্রথম তেলেগু চলচ্চিত্র যা ৪কে হাই ডেফিনেশন ফরম্যাটে মুক্তি দেওয়া হয়।

1 comment: